সকালবিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম: আসছে ১৬ আগষ্ট থেকে সোনারগাঁও উপজেলার নতুন ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু হবে। চলবে আগামী সেপ্টেম্বর মাসের ৫ তারিখ পযর্ন্ত অথাৎ আগামী ১৬ তারিখ থেকে একুশ দিন পর্যন্ত চলবে এ কার্যক্রম।
যারা ২০০৭ সালে জন্মগ্রহণ করেছেন তাদের এ তালিকায় আনা হবে। বাড়ি বাড়ি গিয়ে এ হালনাগাদের কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নতুন ভোটার হতে হলে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে নির্বাচন কমিশনের কর্মচারীদের নিকট।[caption id="attachment_12436" align="alignleft" width="300"] আসছে ১৬ আগষ্ট থেকে সোনারগাঁও উপজেলার নতুন ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু হবে।[/caption]
১। অনলাইন জন্ম নিবন্ধন কপি।
২। পিতা / মাতার জাতীয় পরিচয়পত্রের কপি (পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদ অথবা মৃত্যুর সাল উল্লেখসহ মেয়র, চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।
৩। স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি (স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি না থাকলে বিয়ের কাবিননামা জমা দিতে হবে) এবং (স্বামী-স্ত্রীর মৃত হলে মৃত্যু সনদ অথবা মৃত্যুর সাল উল্লেখসহ মেয়র, চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।
৪। নাগরিক সনদপত্র ( মূলকপি )।
৫। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ( পিএসসি / জেএসসি / এসএসসি সনদপত্রের কপি ) প্রযোজ্য ক্ষেত্রে।
৬। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ / গ্যাস / পানি / টেলিফোন বিল / পৌরকর / চৌকিদারী রশিদ / হোল্ডিং ট্যাক্স রশিদের কপি )।
৭। পাসপোর্টের কপি (যদি থাকে)।
৮। দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত দ্বৈত নাগরিকত্ব সনদ। মৃত ভোটারের ক্ষেত্রে মৃত্যু সনদ | প্রত্যয়ন পত্র জমা দিয়ে ভোটার তালিকা হতে নাম কর্তন করতে হবে।
ভোটার স্থানান্তরের জন্য অফিস হতে ফরম সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদীসহ অফিসেই জমা দিতে হবে।
উল্লেখ্য: বাংলাদেশ নির্বাচন কমিশন এর আইন অনুযায়ী দুইবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার