জগদীশ মন্ডল | বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলায় সদ্য যোগদান করা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিপিএম এর আগৈলঝাড়া থানা পরিদর্শণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রবিবার দুপুরে নবাগত পুলিশ সুপার আগৈলঝড়া থানা পরিদর্শণে আসলে তাকে থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
পরে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ারের নেতৃত্বে পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন থানার অফিসারবৃন্দ ও ফোর্সেরা। এর পরে পুুলিশ সুপার থানার নিয়মিত কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে থানার বিভিন্ন কার্যক্রম, অস্ত্রাগার, ফোর্সদের আবাসিক ভবনসহ থানার আওতাধীন নব নির্মিত
আগৈলঝাড়া পুলিশ সুপার মার্কেটের নির্মাণ কাজ পরিদর্শণ করেন। পরে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সার্বিক কার্যক্রম সন্তোষজনক উল্লেখ করে পরিদর্শণ বহিতে স্বাক্ষর করেন। থানা অফিসার ইন চার্জ এর অফিস কক্ষে পুলিশ সুপার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানের ন্যায় স্বাভাবিক রাখতে এবং মাদকের আগ্রাসন থেকে এলাকাকে মুক্ত রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার এসএম আল বেরুণী, গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম।
এর আগে নবাগত পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিপিএম একই দিন সকালে গৌরনদী মডেল থানা পরিদর্শণ করেন এবং সেখানেও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আইন শৃংখলা সমুন্নত রাখতে মতবিনিময় করেন। বিকেলে পুলিশ সুপার উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার