মীমরাজ হোসেন | নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্জ্য ব্যবস্থাপনার টেকসই উন্নয়নের নাগরিক ভাবনা ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০শে অক্টোবর, রোজ- বৃহস্পতিবার) পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির আয়োজনে সোনারগাঁ রয়েল রিসোর্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনির, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির মহাসচিব মিজানুর রহমান, বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন, দি ট্রাইব্যাল পত্রিকার উপ সম্পাদক আলতাফ মাহমুদ, যমুনা টেলিভিশন এর নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মীর্থ, মাই টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, যুগান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আল আমিন তুষার, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রবিউল ইসলাম, সোনারগাঁ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সোনারগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ, পরিবেশ বিজ্ঞানী পল্টন হাওলাদার, সোনারগাঁ পোল্ট্রি ডিলার এসোসিয়ান এর সভাপতি জহিরুল ইসলাম খোকন, কৃষিবিদ শাহজাহান সিরাজ, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি পরিচালক ইয়ামীন ভূঁইয়া, শফিকুল ইসলাম, এইচ এম পারভেজ, সনমান্দী জনকল্যাণ সংস্থার পরিচালক মীমরাজ, ফয়সাল, বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর সমন্বয়ক এস এম বিজয় প্রমূখ।
বক্তারা বলেন, সোনারগাঁয়ে বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশন ব্যবস্থা অনুন্নত। যেখানে সেখানে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এখানকার শিল্প কারখানার বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছে। তাই দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন করে প্রাচীন বাংলার রাজধানীর ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।