সকালবিডি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম: আগামী ২০ নভেম্বর শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসর। যার জন্য ইতোমধ্যেই দেশটিতে আসতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপ উপলক্ষে সর্বপ্রথম কাতারে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দল। এ ছাড়া আর্জেন্টিনা ও জাপানের কোচিং স্টাফসহ দলের কয়েকজন কর্মকর্তা কাতারে পৌঁছেছেন।
কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে সোমবার (১৪ নভেম্বর) চারটি দল পৌঁছানোর কথা রয়েছে। তবে মেসির আর্জেন্টিনা দোহায় পৌঁছাবে ১৬ নভেম্বর। আর নেইমারের ব্রাজিল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পৌঁছানোর কথা ১৯ তারিখ। তবে অস্ট্রেলিয়া দলের আগমনের বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।
কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর আগমনের সূচি
১০ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্র।
১৩ নভেম্বর: মরক্কো।
১৪ নভেম্বর: দক্ষিণ কোরিয়া, ইরান, সুইজারল্যান্ড, তিউনিসিয়া।
১৫ নভেম্বর: ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইকুয়েডর।
১৬ নভেম্বর: আর্জেন্টিনা, ফ্রান্স, সেনেগাল, ওয়েলস।
১৭ নভেম্বর: জার্মানি, সৌদি আরব, কানাডা, পোল্যান্ড, মেক্সিকো।
১৮ নভেম্বর: বেলজিয়াম, স্পেন, জাপান, ক্রোয়েশিয়া, ঘানা, কোস্টারিকা।
১৯ নভেম্বর: ব্রাজিল, পর্তুগাল, ক্যামেরুন, সার্বিয়া, উরুগুয়ে।