মোঃকবির হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স চত্বরে এ ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৩০টি স্টলে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর অংশ গ্রহনে উপজেলা প্রশাসন পুরস্কারের আয়োজন করেন। এতে নাগরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ শ্রেষ্ঠ স্টল হিসেবে প্রথম স্থান অর্জন করেন। উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মকর্তা ডাঃ খালিদ-বিন-কাশিম, ও সহকারি কর্মকর্তা মো. চাঁন মিঞার হাতে ১ম পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. ইকবাল হোসেন, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, নাগরপুর মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও নাগরপুর প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ বিশেষ করে ২০২০ সন হইতে টাঙ্গাইল জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পেপারলেস হিসাবে পরিচালিত হয়ে আসছে।