সকালবিডি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দলই খালি হাতে ফেরেনি। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে ২ জয় পাওয়া টাইগাররা পেয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৫২ লাখ টাকার বেশি।
আর এবারের আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছে ১৬ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি টাকার বেশি। আর রানার্সআপ পাকিস্তান পেয়েছে ৮ কোটি টাকার বেশি।
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানি ৫৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৭ কোটি টাকারও বেশি।
এই অর্থের ভারত আর নিউজিল্যান্ড পেয়েছে ৪ লাখ ডলার করে। আর সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া দল পেয়েছে ৭০ হাজার ডলার করে। এ ছাড়াও সুপার টুয়েলভে প্রতিটি জয়ের জন্য বরাদ্দ ছিল ৪০ হাজার ডলার।
প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ৪ দল সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৪০ হাজার ডলার করে।
এই পর্বের প্রতি জয়ের জন্যও ছিল বাড়তি ৪০ হাজার ডলার।