সকালবিডি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম: ফিফা ২৩’র ভবিষ্যদ্বাণী ছিল এ রকম—‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে।’ তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম ক্যাহিলের অভিমত, ‘কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা নয়, ব্রাজিলই তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।’ ক্যাহলি আরও যোগ করেন, দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজবে আর্জেন্টিনার।
অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বললেন, ‘ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকালে দেখবেন, তারা বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার উন্মেষ ঘটাচ্ছে।’ ক্যাহিলের ভবিষ্যদ্বাণী, শেষ ষোলোয় সৌদি আরব আর কাতার খেলবে। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দিতে পারে।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের আর দিন পাঁচেক বাকি। আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথমবারের মতো এবারই বসতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ প্রদর্শনী। বিশ্বকাপকে সামনে রেখে কাতার তৈরি করছে একাধিক দৃষ্টিনন্দন নতুন স্টেডিয়াম। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, স্টেডিয়ামগুলো একইসঙ্গে সর্বাধুনিক প্রযুক্তিরও সর্বোত্তম ব্যবহার করবে।
আগামী ২০ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে কাতারের বৃহত্তম শহর আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। আরবের সংস্কৃতি ও ঐতিহ্য তাঁবুর আদলে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। ধারণা করা হচ্ছে, এবার বিশ্বকাপ উপভোগ করতে কাতারে আসবেন প্রায় ১৫ লাখ বিদেশি অতিথি।