আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরের পশ্চিম বাজারে কয়েকটি দোকানে আজ বুধবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে ভালুকা পশ্চিম বাজারে টিনশেড একটি কুটির ও মৃৎ শিল্পের দোকানে আগুন লাগে। মূহুর্তেই আগুন পাশের সেলুন, তেলের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগে ৪-৫টি টিনশেড দোকান ঘর পুড়ে যায়।
তবে আগুন লাগার সাথে সাথে বেশির ভাগ মালামাল বের করে ফেলে দোকানিরা। দোকান মালিকদের দাবি আগুনে পুড়ে তাদের কয়েক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মীরা বলেছে দ্রুত সময় ঘটনাস্থলে পৌছায় অল্প সময়ের মাঝেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা। তবে আগুনে আগুনের সূত্রপাত কিভাবে ও কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছেনা বলে তারা জানিয়েছেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা সহায়তা করেছে
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার