সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে প্রার্থীতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এরইমধ্যে জমা দিয়েছেন তিনি।
মঙ্গলবার ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এই ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, আমেরিকার প্রত্যাবর্তন এই মুহূর্ত থেকেই শুরু হলো। তার শাসনামলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বর্গযুগ দাবি করে ট্রাম্প বলেন, সেসময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী ছিল, সেইসঙ্গে উত্তর কোরিয়া একটি মিসাইলও পরীক্ষার সাহস করেনি।
আগামী নির্বাচনে জিতলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি ভিন্ন ভিন্ন দুটি মেয়াদে নির্বাচিত হয়েছেন।
এদিকে মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী রিপাবলিকানরা ভালো ফল করতে না পারায়, অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন। তাই তার নেতৃত্ব নিয়ে রিপাবলিকান দলে দ্বিধা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীতার জন্য রিপাবলিকান দলের পক্ষ থেকে মনোনয়ন পেতে হবে তাকে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার