কবির হোসেন | টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল নাগরপুরে ১০ দফা দাবী আদায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বিদ্যুৎ এর মূল্য কমানোর দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ই জানিয়ারি, রোজ- সোমবার) সকালে উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন।
বিক্ষোভ মিছিল বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে রাস্তায় আসায় পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে সমানে আলোচনা সভা করেন। নাগরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন মিয়াসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার