কবির হোসেন | টাঙ্গাইল প্রতিনিধিঃ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন।
আজ (১৬ মার্চ, রোজ- বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হলেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। এ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু বক্কর ছিদ্দিক (আনারস প্রতিকে) প্রাপ্ত ভোট ৫৯৬৯। নিকটতম প্রতিদন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩৯৯৬ ভোট।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৫৮ এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৪২ পুরুষ ভোটার ১২ হাজার ৪১৬। গত ১৮ নভেম্বর ২০২২ ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. কুদ্দুস মিয়া মৃত্যুবরণ করায় এ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।