স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ২০ নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে বিএনপি। তবে পুলিশ বলছে, আটকের সংখ্যা ১২।
মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্যসচিব নজরুল ইসলাম পান্না মোল্লা, বিএনপি নেতা খোরশেদ মোল্লা, আবু বকর সিদ্দিক, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ পনেছ, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বন্দর থানা যুবদল নেতা মাসুদ রানা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, সদর থানা বিএনপি নেতা ফয়সাল আহমেদ, বিএনপি নেতা রাব্বি মিয়া, নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, কুতুবপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, রূপগঞ্জ থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী, সোনারগাঁও পৌর বিএনপির সদস্য মো. হুমায়ুন, নাসিক ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল, নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. সোহেল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মাসুদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সদস্য মো. সামসুল হক।
মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমাদের দুই আইনজীবীকে আদালত থেকে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গত রাত থেকে অভিযান চালিয়ে মহানগর বিএনপির ৭ জনসহ ২০ জনকে গ্রেপ্তারের সংবাদ আমরা পেয়েছি।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, ‘আমরা এখন পর্যন্ত বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছি। মামলা ছাড়া কাউকে হয়রানি করা হচ্ছে না।’