সকল মুক্তিযোদ্ধাদের রাজপথে থাকার আহ্বান করেন- এড শামসুল ইসলাম ভূঁইয়া

৭১ হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়ার সংবাদ সম্মেলন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (সোমবার ৬ নভেম্বর দুপুরে) পৌরসভায় অবস্থিত রয়েল রিসোর্টে সংবাদ সম্মেলন করেন সোনারগাঁ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর রাজনীতি কৃষক, শ্রমিক, দরিদ্র মেহনতি মানুষের জন্য।
বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের কল্যাণে কাজ করছেন।
তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষততায় এসে অসহায় মানুষের জন্য ভাতা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে সুরক্ষিত করেছেন।
উপজেলার চেয়ারম্যান বলেন, সোনারগাঁ উপজেলায় এক লাখ নয় হাজার পরিবারের মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুয়োগ ভোগ করছে। আপনারা একটা করে নৌকায় ভোট দিয়েছিলেন বলেই এসব সুবিধা দেওয়া সম্ভব হয়েছে। এসব সুবিধা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এড শামসুল ইসলাম ভূঁইয়া বলেন আমি দির্ঘদিন যাবত উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো আমার অনেক কিছুই চাওয়ার থাকে যদি দল মনে করে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন তাহলে আমি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন করব, অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!