সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ৩৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য জানান।
জেলা নির্বাচন কর্মকর্তার তথ্য মতে নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে আওয়ামীলীগের গোলাম দস্তগীর গাজী, এডভোকেট তৈমুর আলম খন্দকার (তৃনমুল বিএনপি), শাহজাহান ভূইয়া (স্বতন্ত্র), গাজী গোলাম মতুর্জা (স্বতন্ত্র),মো: হাবিবুর রহমান (স্বতন্ত্র), মো: জোবায়ের আলম (স্বতন্ত্র), মো: সাইফুল ইসলাম (জাতীয় পার্টি), মো: জয়নাল আবেদীন ( স্বতন্ত্র), একে এম শহিদুল ইসলাম ( ইসলামি ফ্রন্ট বাংলাদেশ) বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জামানত জমা না দেওয়ার কারনে আফাজউদ্দিন মোল্লা (বাংলাদেশ সুপ্রিম পার্টি) মনোনয়ন বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম বাবু নৌকার প্রতিক, মো: আবু হানিফ হৃদয় (তৃনমুল বিএনপি), শাহজাহান (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন ( জাতীয় পার্টি) বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ঋণ খেলাপির কারনে মো: শরিফুল ইসলাম ( স্বতন্ত্র) ও মামুন দিদারকে ফরম পূরনে ভূল করায় বাতিল ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বৈধ ঘোষণা করা হয়েছে কায়সার হাসনাত (নৌকা প্রতিক), লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), মজিবুর রহমান মানিক(বাংলাদেশ তরিকত ফেডারেশন), মো: আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউল রহমান( বিএনএম),নারায়ন দাস(বিকল্প ধারা),এরফান হোসেন দ্বীপ (স্বতন্ত্র), মারুফ ইসলাম ঝলক( স্বতন্ত্র), মো: আরিফ (মুক্তি জোট), রুবিয়া সুলতানা (স্বতন্ত্র), এ এইচ এম মাসুদ দুলাল (স্বতন্ত্র), এছাড়াও কংগ্রেসের সিরাজুল হক ও জাকের পার্টির জামিল মিজিকে ঝৃণ খেলাপির দায়ে বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান (নৌকার প্রতিক), সৈয়দ হোসেন (সমাজ তান্ত্রিক দল জাসদ), আলী হোসেন (তৃনমুল বিএনপি), মুরাদ হোসেন জামাল (জাকের পার্টি), সালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), মো: সেলিম (সুপ্রিম পার্টি), মো: হাবিবুর রহমান (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), সহিদুল নবী (পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (কংগ্রেস) এছাড়া রাসেদুল ইসলাম স্বতন্ত্র ও কাজী দেলোয়ার হোসেন (স্বতন্ত্র) কে ১% ভোটারের স্বাক্ষর দিতে না পারায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে সেলিম ওসমান (জাতীয় পার্টি), এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট), মোর্শেদ হাসান (জাকের পার্টি), মো: আব্দুল হামিদ ভাষানি ভূইয়া (তৃনমুল বিএনপি), সামসুল ইসলাম (সুপ্রিম পার্টি)।
জানাগেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে যাচাই-বাছাই শেষে ৩৮ জনের মনোনয়ন বৈধ ও ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্ধ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার