সকালবিডি টোয়েন্টিফোর ডটকমঃ সারা বাংলাদেশে ২০০৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুদের একত্রিত করতে গড়ে উঠেছে অসংখ্য ব্যাচ ভিত্তিক গ্রুপ। তারই ধারাবাহিকতায় সোমবার (২৫ ডিসেম্বর) সোনারগাঁও শেখ রাসেল স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রীতি ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন সিদ্ধিরগঞ্জ ০৪ বনাম সোনারগাঁও ০৪। খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন সিদ্ধিরগঞ্জ ০৪ একাদশের অধিনায়ক বিল্লাল হোসেন সুমন। ব্যাটিংয়ে নেমে ১০৪ রান করে সিদ্ধিরগঞ্জ ০৪ একাদশ। খেলার ২য় ইনিংসে সোনারগাঁও ০৪ একাদশের অধিনায়ক আলমগীরের নেতৃত্বে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে জয় নিশ্চিত করে সোনারগাঁও ০৪ একাদশ।
উক্ত প্রীতি ক্রিকেট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালক শাহ মোঃ সোহাগ রনি।
খেলা শেষে দুই দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার