পলাশ শিকদারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকার প্রার্থীর নির্বাচনী সভা অনু্ষ্ঠিত হয়েছে।
গতকাল সারাদিন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ আয়োজনে বঙ্গবন্ধু লাইব্রেরী মাঠে এ সভা অনু্ষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ চেয়ারম্যান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতের সহধর্মনী রুবিয়া সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নাসরিন সুলতানা ঝরা, কায়সার হাসনাতের বোন মিষ্টি হাসনাত শাহীনা মেম্বার, মিনা মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা- সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। তারপর সনমান্দী ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে গনসংযোগ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার