মোঃ পলাশ শিকদারঃ সোনারগাঁয়ে গতকাল রবিবার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
সভায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, লায়ন বাবুল, আলআমিন সরকার, সামসুল আলম সামসু প্রমুখ।
ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। এই সময় উপজেলার ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন৷
সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার