মোঃ পলাশ শিকদারঃ সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত এসপিএল টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে। সোনারগাঁ শেখ রাসেল স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্ট আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নবনির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।
অনুষ্ঠানের উদ্বোধক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আমার অত্যান্ত শ্রদ্ধাভাজন ব্যাক্তি ছিলো, শেখ রাসেল স্টেডিয়াম তার নেত্রীত্বে ১৯৯৮ সাথে প্রতিষ্ঠিত হয়েছিলো। একটা স্টেডিয়াম থাকায় এই সময়ে তরুণরা খেলায় মাঠমুখী হয়েছে, এটি অত্যন্ত ভালো দিক। খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বিরত রাখতে। এজন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
অনুষ্টানে প্রধান অতিথি সাংসদ আব্দুল্লাহ আল কায়সার কান্নাজড়িত কন্ঠে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত এর স্মৃতিচারণ করেন। বলেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত একজন সৎ রাজনীতিবিদ ছিলেন। সোনারগাঁয়ে আওয়ামীলীগ এর রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য।
শাহ মোঃ সোহাগ রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন ১১ টি দলের সকল খেলোয়াড়, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদস্য সানজিদ হাসনাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ আলমগীর, সদস্য সচিব নাজমুল হাসান প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সোনারগাঁ পৌরসভা সুপার এলিভেন বনাম মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স। খেলায় মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স দল ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে সোনারগাঁ পৌরসভা সুপার এলিভেন ৩ ইউকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে জয় লাভ করেন। টুর্নামেন্টে ১১ দল অংশ নেবেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার