সোনারগাঁয়ে বুরুমদী সুন্নাহ ফাউন্ডেশনের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বুরুমদী সুন্নাহ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বুরুমদী স্ট্যান্ডে স্থানীয় এলাকাবাসীর সক্রিয় উপস্থিতিতে এ প্রতিবাদ জানানো হয়। এ সময় অত্র ফাউন্ডেশন এর সভাপতি রোকনুজ্জামান জানান, ‘আমাদের বুরুমদী এলাকার ১৫ জন সদস্য নিয়ে আমরা একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছি। উক্ত সংগঠনের সকল সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সে অর্থ দিয়ে গত ২৬ জানুয়ারি ২৫জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের এই সংগঠনের নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে ও সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে কিছু অনলাইন নিউজ পোর্টালে সংগঠনের নামে চাঁদা তোলার বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।

বিজ্ঞাপন

সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। এই সংগঠনের নামে কেউ কোনো প্রকার চাঁদা তোলেনি। বিশ্বাস না হলে এলাকায় এসে বিষয়টি খতিয়ে দেখে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন। এটি একটি সামাজিক সংগঠন আমাদের নিজস্ব অর্থ দিয়ে আমরা সাধারণ গরীব মানুষের পাশে এসে দাড়াই এবং তাদের পাশে থেকে বিভিন্ন ধরণের সামাজিক কাজ করে যাচ্ছি। এই সংগঠন থেকে মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে থাকি’। এ বিষয়ে জামপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের সদস্য ইমতিয়াজ আহম্মেদ নিরব জানান, ‘বুরুমদী সুন্নাহ ফাউন্ডেশন এর নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলা হয়েছে। এলাকায় এই সংগঠনের মাধ্যমে তারা সাধারণ মানুষের কল্যানে কাজ করে থাকে কিন্তু একটি কুচক্রী মহল নানা ভাবে সংগঠনের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ও সুনাম নষ্ট করছে। এই সংগঠনের সভাপতি রোকনুজ্জামান তার উদ্যােগে এই সংগঠন গড়ে উঠে ও এটি দ্বারা এলাকার সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজ হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!