প্রাথমিক শিক্ষা শিশু বাল্যকালের শিক্ষা, এর মাধ্যমে শিশুর শিখন প্রক্রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষার দিকে ধাবিত হয়। শিশু ভবিষ্যৎ জীবনের শিক্ষার শুরু প্রাথমিক শিক্ষা। দেশে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ৬৫ হাজারের মতো, এছাড়াও রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে প্রাক প্রাথমিকে ৪+ শিশু ভর্তি করার উদ্যোগটা যুগান্তকারী কেননা শিশুর বাল্যশিক্ষা ভিত্তিটা রচিত হয় তখন থেকেই। প্রাক-প্রাথমিক ৪/৫+ শিশুদের জন্য রয়েছে একটি পূর্নাঙ্গ বাষিক পাঠ- পরিকল্পনা।দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা ও শিশু বিশেষঙ্গদের নিয়ে শিশুদের জন্য কার্যকর একটি গাইড লাইন তৈরি করা হয়েছে।শিশুদের জন্য রয়েছে একটি প্রাক-প্রাথমিক শিখন বই, এছাড়া অনুশীলনের জন্য রয়েছে চমৎকার একটি অনুশীলন খাতা। প্রাক-প্রাথমিক বইটিতে শিশুর জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গির আলোকে রচিত হয়েছে। অনুশীলন খাতাটিতে বর্ণ লেখার সঠিক সপ্ত স (সপ্ত-স হলো বাংলা বর্ণমালা ও হাতের লেখা সঠিক ভাবে লিখার জন্য ০৭ টি কৌশল -যথা:- সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান দুরুত্ব, সমান্তরাল, সমপদ, সমশির এবং সঠিক মাত্রা) আকারে সাজানো। শিক্ষার্থীদের অনেক বেশি অনুশীলন করার সুযোগ রয়েছে। প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রয়েছে পূর্নাঙ্গ সাপ্তাহিক রুটিন।শিশুদের উপযোগী চমৎকার ও আর্কষনীয় ভাবে সুসজ্জিত প্রাক-প্রাথমিক শ্রেণি কক্ষ।প্রাক-প্রাথমিক শ্রেণি কক্ষ সুসজ্জিত করণের জন্য সরকার প্রতি বছর পর্যাপ্ত বরাদ্দ দিয়ে থাকে।
সু-সজ্জিত শ্রেণি কক্ষে রয়েছে বিশেষায়িত চারটি কর্নার
১. কল্পনার কর্নার
২. পানি ও বালির কর্নার
৩. ছবি ও আকাঁর কর্নার
৪. ব্লক ও নাড়াচাড়া কর্নার।
প্রাক-প্রাথমিক শ্রেনির জন্য রয়েছে শিশুদের উপযোগী ছড়া, গান ও মজার মজার গল্প।
প্রাথমিক শিক্ষা নবদিগন্তের একযুগান্তকারী পদক্ষেপ প্রাক প্রাথমিক শিক্ষা।
লেখকঃ আমিনুল ইসলাম
সহকারী শিক্ষক, হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার