সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁ উপজেলার মসজিদে প্রবেশ করে চাপাতি নিয়ে মুসল্লিদের উপর হামলা করার সময় তিন সন্ত্রাসীকে গণপিটনী দিয়েছে এলাকাবাসী। আজ শুক্রবার জুম্মার নামাযের সময় মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদি গ্রামে এঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় মুসল্লিদের মাঝে আতংক বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, উপজেলার এলাকার মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদি গ্রামে জামে মসজিদে জুম্মা নামাযের আগে পঞ্চায়েত কমিটি তাদের গ্রাম পঞ্চায়েত নির্ধারনের জন্য মসজিদের মুসল্লিদের নিয়ে বসেন। এ সময় বর্তমান পঞ্চায়েত কমিটির সভাপতি সিদ্দি তার দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষনা দেন। এ সময় বিএনপি নেতা ইকবাল আগের পঞ্চায়েত কমিটির সভাপতি লিটনকে মনোনীত করে। এই ঘোষনা শুনে লাল চাঁনের ছেলে মহসিন ২য় তলা থেকে নেমে মুসল্লিদের বলেন নামায বন্ধ রাখেন আমরা এই গ্রামের পঞ্চায়েত চালাইছি এখন আমরাই চালাবো। এ নিয়ে ইকবালের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এ সময় একই এলাকার মহসিনের পক্ষ নিয়ে আইয়ুব খাঁনের ছেলে জুয়েল, শাহবুদ্দিসের ছেলে হাসান ও হাসিব চাপাতি ও ছুরি নিয়ে মসজিদে প্রবেশ করে ইকবালকে কোপ দিতে গেলে মসজিদের উপস্থিত মুসল্লিরা তাদের ধরে গণপিটনী দিলে মহসিন ও তার লোকজন তাদের উদ্ধার করে নিয়ে যায়। এর আগে হাসিনা সরকারের পতনের পরেরর দিন ৬ তারিখ সকালে আওয়ামীলীগ নেতা জসিমের নেতৃত্বে তার ছেলে হালিমের নেতৃত্বে এই তিন সন্ত্রাসীসহ ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বিএনপি নেতা ইকবালসহ ইলিয়াসদি গ্রামেন ১০/১২ ঘর ভাংচুর করে দুই জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর থানা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ন সম্পাদক আতাউর, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম রেজাসহ বিএনপি নেতৃবৃন্দরা ইকবারে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করে জসিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সকলকে অনুরোধ জানান এবং ভবিষৎতে যাতে কোন বিএনপি নেতার উপর বা তার বাড়িঘরে হামলা না করতে পারে সেজন্য হুসিয়ারী উচ্চারন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার