মোঃ কবির হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ সহকারী শিক্ষক ঐক্য গড়, ন্যায্য দাবী আদায় কর এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উদ্যোগে রবিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষক হাফিজা মমতাজ, মোহাম্মদ হোসেন আলী মিঞা, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, কানিজ ফাতেমা রলে, মো. ওয়াহিদুজ্জামান খান, মো. জাকির হোসেন প্রমূখ। এসময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বক্তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীকে তাদের প্রাণের দাবী ও নিজেদের অধিকার উল্লেখ করেন এবং দাবী আদায়ের জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্ঠ্যার দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার