মোঃকবির হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে ছাত্রদের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক (৫৫) কে রবিবার দুপুরে ভারড়া বাজার থেকে গ্রেফতার করেন নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার আটা পাড়া গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ঠা আগস্ট ২০২৪ ইং তারিখে ভারড়া বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় মো. তাহাজ উদ্দিন বাবু নামের এক ছাত্র ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের নামে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১নং আসামী মো. আবু বকর সিদ্দিককে ভারড়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।