কবির হোসাইন | টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আসাদুজ্জামান খান কিসলু (৫৮) বেকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার বেকড়া গ্রামের মৃত. সাত্তার খানের ছেলে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নাগরপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে ছাত্রদের উপর হামলা করা হয়। ঐ হামলার ঘটনায় ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০ থেকে ৮০ জনের নাম উল্লেখ করে নাগরপুর থানায় মামলা দায়ের করেন তাইজুল ইসলাম নামের এক ছাত্র।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার