নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শেখের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রহিমা আক্তার। দীর্ঘ চাকরি জীবন শেষে উপভোগের অবসরে গিয়েছেন বেশ কিছুদিন আগে। তার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছেন শতশত শিক্ষার্থী। শেষ জীবনে নিজের হাতে গড়া শিক্ষার্থীদের কাছ থেকে সর্বধনা পেলেন তিনি।
গত ২ নভেম্বর শুক্রবার বিদায়ী শিক্ষিকা রহিমা আক্তারকে সংবর্ধনা দেয় শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরামের পক্ষ থেকে। তাদের সঙ্গে অংশ নেন বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা, অংশ বিভিন্ন পেশার নাগরিকবৃন্দও।
বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মেঘনা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ ভট্টাচার্য্য। অনুষ্ঠানটি মো: জিহাদুল ইসলাম ও হাসানুর রহমান কিরনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরামের সভাপতি রবিউল আউয়াল। এ সময় নাগরিক ফোরামের পক্ষ থেকে উপদেষ্টা মণ্ডির সদস্য ও বিভিন্ন পদের সম্পাদকরা স্মৃতিচারণ করেন।
সর্বশেষ বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক রহিমা আক্তার তার শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন। শেষ সময়ে আবেগাপ্লুত হয়ে বলেন 'আমার জীবনের সবচেয়ে বড় অর্জন আমার শিক্ষার্থীরা'।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার