মোঃ পলাশ শিকদারঃ নানা আয়োজনে সোনারগাঁয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
সোনারগাঁয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা কে সফল করতে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান, সোনারগাঁ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি পীর মোহাম্মদ, সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন যুবদল নেতা আব্দুল্লাহ হক শাকুর, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম জিকু, যুবদল নেতা মাহি মমিন, মাসুম সাউদ প্রমুখ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সোনারগাঁ উপজেলা বিএনপি।
এ সময় সেলিম হক রুমি বলেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশকে প্রতিবেশী একটি দেশের হাতে তুলে দিয়ে অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র ছিলো। বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ বুঝতে পেরে সিপাহী-জনতার রাজপথের মিছিল ও সেনাবাহিনীর বিপ্লবের মধ্য দিয়ে সেদিন ৭ নভেম্বর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে এনেছিলো। সেদিন ছিলো বাংলাদেশের আরেকটি স্বাধীনতা। সেদিন যদি বিপ্লব না হতো তাহলে বাংলাদেশ স্বাধীনতা থাকতো না।’