তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মী সভা

সকাল বিডি টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সভা করেছে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি। রোববার বিকেলে উপজেলার বৈদ্যোরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা করেন। সভায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার দাবি করা হয়।

বৈদ্যেবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তাইজুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোশারফ মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান প্রমুখ। এসময় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!