সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এসময় তাকে শ্লীলতাহানী করা হয়েছে বলে অভিযোগ উঠে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত সোনিয়া আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার চর ভবনাথপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো. পারভেজ ও মো. রিপনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। গতকাল মঙ্গলবার সকালে বসত বাড়িতে পেঁপে গাছ লাগাতে গেলে রিপন ও তার স্ত্রী সাহেরা বেগম প্রবাসীর স্ত্রী সোনিয়া আক্তারকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তার শরীরের কাপড় চোপর টেনে হেচড়ে ছিড়ে শ্লীলতাহানি করে। আহত সোনিয়া আক্তারকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে তাদের সঙ্গে আমাদের ধস্তাধস্তি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোন ঘটনা ঘটে নি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!