সকাল বিডি টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ডাকাত আখ্যা দিয়ে এক যুবককে গণপিটনী দেয়ার ঘটনায় সনমান্দি ইউনিয়নের জাইদ্যেরগাঁও গ্রামের আওয়ামী লীগ নেতা জসিমের ছেলে ডালিমকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
আজ (১৭ নভেম্বর) রাতে তাকে সোনারগাঁ থানার সামনে থেকে আটক করা হয়েছে।
সুত্র জানায়, আজ রোরবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সনমান্দি জাইদ্যেরগাঁও এলাকায় সাব্বির (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করে ডাকাত আখ্যা দিয়ে গণপিটনী দেয় আওয়ামীলীগ নেতা জসিম তার ছেলে ও ভাতিজারা। এসময় প্রতিবন্ধি যুবককে এলোপাতালী পিটিয়ে তাকে ডাকাত স্বীকারোক্তি নিয়ে কয়েকজন সাংবাদিক ডেকে সাব্বিরের মুখে জসিমের প্রতিপক্ষের লোকদেন নাম বলানোর চেষ্টা করে এবং সাংবাদিকদের দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধি যুবক সাব্বিরকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় সাব্বিরের কথাবার্তা ও এলাকায় খবর নিয়ে পুলিশ জানতে পারে সে ডাকাত নয় একজন মানসিক প্রতিবন্ধি। জসিম ও তার ছেলেরা পরিকল্পিত ভাবে তার প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধি যুবককে ডাকাত আখ্যা দিয়ে মারধর করে নাটক মঞ্চস্থ করার চেষ্টা করে।
এ ঘটনায় আজ রোববার সন্ধ্যায় জসিমের ছেলে ডালিম সোনারগাঁ থানা এলাকায় ঘুরাঘুরি করলে ক্ষিপ্ত জনগন তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, ডাকাতির অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবক সাব্বিরকে ডাকাত আখ্যা দিয়ে গণপিটনীর অভিযোগে জসিমের ছেলে ডালিমকে জনগন আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার