মেঘনা টোলপ্লাজায় অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন (৩০) লক্ষীপুর সদর থানার চর মোশন গ্রামের মৃত শফিক আলমের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি পুরাতন সাদা রঙের মিনি পিকআপ (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ঠ-১১-৮৫০১) এবং ২০টি পুরাতন প্লাস্টিকের ক্যারেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, মাদক বহন ও বিপণনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জব্দকৃত মাদকের বাজার মূল্য কয়েক লাখ টাকা হতে পারে।

এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!