সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ টঙ্গীর ইজতেমা মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সাদপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন খান-এর সভাপতিত্বে উপজেলা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শতাধিক শিক্ষক, ছাত্র এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা মাঠে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। বক্তারা বলেন, “এ ধরনের হামলা মুসলিম ঐক্য এবং ইসলামী মূল্যবোধের পরিপন্থী। সরকারের উচিত দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি বজায় রাখা।”
সমাবেশ শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশগ্রহণকারী মুসল্লিরা দাবি করেন, এমন হামলা বন্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ সমাবেশে সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলের মুসলিম সমাজ ব্যাপকভাবে সম্পৃক্ত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার