টাংগাইলের নাগরপুরে শীতার্তদের মাঝে বিএনপি’র শীতবস্ত্র বিতরন

মোঃকবির হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নাগরপুর উপজেলা বিএনপি। শনিবার দুপুরে নাগরপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান আতিক এর পক্ষ থেকে ১২ টি ইউনিয়নের শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, মো. নিয়ামত আলী সুইট, কিবরিয়া মোল্লা, মো. ফারুক আহম্মেদ খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুব দলের (ভার:) আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব (ভার:) মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক জাহিদ হাসান-সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!