সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যােগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যােগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারি শনিবার বিকেলে জামপুর ইউনিয়ন পাকুন্ডা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জামপুর ইউনিয়ন কৃষক দলের নব নির্বাচিত সভাপতি এম এ মিলন ভুঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি ডাঃ শাহিন, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুল হক ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসাইন, উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম হোসেন দীপু, রূপগঞ্জ উপজেলার কৃষক দলের সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুল হক। জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ভুঁইয়া, উপজেলা বিএনপির মহিলা বিয়ষক সম্পাদক সালমা আক্তার, উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান রনি, পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলােয়ার হোসেন, সনমান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মকবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক শাহ আলম, সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদল নেতা ও উপজেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক সামির হোসেন।

এ সময় বক্তারা বলেন, সোনারগাঁয়ে কৃষক দের নিয়ে আজকের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এখানে কৃষক দের সমস্যা গুলো যাতে করে অতিদ্রুত সমাধান করা যায় সেভাবে আমরা কাজ করে যাব। কৃষি কাজ করে কৃষক দের উৎপাদন বাড়াতে হবে এবং এলাকায় আর কোনো কৃষি জমি অবৈধ ভাবে বিক্রি বা কাটতে দেওয়া হবে না। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এলাকায় কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে যারা পদ পদবি নিয়ে দলের নাম বিক্রি করে কোনো প্রকার অপকর্মে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে দলগত ভাবে ব্যাবস্হা নেওয়া হবে। আমরা সব সময় কৃষক দের পাশে থাকব ও তাদের যে কোনো সমস্যা সমাধান করতে কাজ করে যাব।
এ সময় কৃষকরা তাদের সমস্যা গুলো তুলে ধরে বলেন কৃষি কাজে নদীর দুর্ষিত পানির ফলে ফসলের অনেক ক্ষতি হচ্ছে তা দ্রুত সমাধান করতে আহবান করেন। এবং তাদের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন ও নেতাকর্মীরা বলেন, সকল কৃষক দের সমস্যা সমাধান করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!