![](https://www.sokalbd24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যােগে কৃষক সমাবেশ কে সফল করতে জামপুর ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি জাকির হোসেন, ও ৮ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি জাকির হোসেন এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে শোডাউন দিয়ে উপস্থিত হন।
৪ জানুয়ারি শনিবার বিকেলে জামপুর ইউনিয়ন পাকুন্ডা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে জামপুর ইউনিয়ন কৃষক দলের নব নির্বাচিত সভাপতি এম এ মিলন ভুঁইয়া এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা, সম্মানিত অতিথি নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ শাহিন, বিশেষ অতিথি, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুল হক ভুঁইয়া,
উক্ত শোডাউনে আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি মোস্তফ, ইউনিয়ন কৃষক দলের অর্থ সম্পাদক কাইয়ুম, ৮ নং ওয়ার্ড কৃষক দলের সহ সভাপতি শায়ের আলি, সাধারণ সম্পাদক সগির আহম্মেদ ভুঁইয়া, সহ সভাপতি ইয়ামিন, প্রমুখ।
এ সময় ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি জাকির হোসেন বলেন, জামপুর ইউনিয়ন কৃষক দলকে সুসংগঠিত করে তুলতে সকলে ঐকবদ্ধ হয়ে একসাথে কাজ করে যাব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়ন করতে সকলে মিলে কাজ করে যাব। কৃষক দের নিয়ে এ অনুষ্ঠানের সফলতা কামনা করি ও কৃষকদের ন্যায দাবি আদায় পুরন হোক। নদীর দুষিত পানির কারনে এলাকার কৃষকরা ঠিকমত কৃষি কাজ করতে পারছে না ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এ সমস্যা অতিদ্রুত সমাধান হবে বলে আশাকরি।