সোনারগাঁয়ে সেলিম সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে কাদিরগঞ্জ কিংস বিজয়ী

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁয়ে সেলিম সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় পিরোজপুর ইউনিয়ন কাদিরগঞ্জ কিংস একাদশ বিজয়ী হয়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে কাদিরগঞ্জ কিংস একাদশের দেওয়া ১৬ ওভারে ১৮৪ রানের টার্গেটে পৌরসভা ইয়াংস্টার ব্যাট করতে নেমে ১৮২ রানে অলআউট হয়। উক্ত খেলায় কাদিরগঞ্জ একাদশ বিজয়ী হন।

এ সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উদ্ধোধক নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম, প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাউসার আহম্মেদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!