সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের সোনারগাঁ উপজেলা শাখা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াহেদুর রহমান মিল্কি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রানা, সোনারগাঁ উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নাজিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রধান, সহ ধর্ম সম্পাদক গৌতম চন্দ্র ধর, অর্থ সম্পাদক মো. রিফাত, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অদুদ আহমেদ, সোনারগাঁ পৌর গণ অধিকার পরিষদের আহবায়ক উলফাত কবির মাষ্টার, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম আকন, সোনারগাঁ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক ইসমাইল মিয়া, যুগ্ম আহবায়ক ফয়সাল খান, জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি রিফাত ভূইয়া, সোনারগাঁ উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, যুগ্ম সদস্য সচিব সুমন মিয়া প্রমুখ।

এসময় মাতৃভাষার জন্য আত্ম বলিদানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা করেন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!