করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৯মাস পর আজ ১২ সেপ্টেম্বর খুলেছে সারাদেশের স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত বিভিন্ন নিয়ম কানুন মেনে বিদ্যালয়গুলোতে পাঠ দান করতে হবে। দীর্ঘদিন পর বিদ্যালয়ে এসে ছাত্র ছাত্রীরা অনেক আনন্দিত। ছাত্র ছাত্রীদের আনন্দের সাথে শরিক হতে এবং বিদ্যালয়গুলোর প্রস্ততি দেখতে বিদ্যালয় খোলার প্রথম দিনে সোনারগাঁয়ের স্কুল গুলো পরিদর্শন করেন সোনারগাঁও (৩) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
তিনি আজ সোনারগাঁ জি আর স্কুল এন্ড কলেজ এবং ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্র ছাত্রীদেরকে মাস্ক পরিয়ে দেন। এই সময়ে ছাত্র ছাত্রীদের মাঝে প্রানের সঞ্চার ফিরে আসে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জি আর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া,উপজেলা শিক্ষা অফিসার মোঃ দৌলতর রহমান,উপজেলা সহকারি ইনষ্ট্রাকটর হোসনে আরা বেগম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার ব্যবস্থাপক মতিউর রহমান প্রমূখ।