সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুর্ব শক্রতার জের ধরে জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া ও তার ছেলে মেহেদী ভুঁইয়া সহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে একই এলাকার আলমগীর ভুঁইয়া, ইব্রাহিম ভুঁইয়া, পিতা মুল্লুক চান ভুঁইয়া, সাকিব, ইসমাইল, সহ ১০ থেকে ১৫ জনের একটি দল।
৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পাকুন্ডা বেঙ্গল টিশু মিলস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মকবুল ভুঁইয়া বলেন, জমি নিয়ে পুর্ব শক্রতার জের ধরে আজ বৃহস্পতিবার সকালে পাকুন্ডা বেঙ্গল টিশু মিলস সংলগ্ন আমার পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ দখল নেওয়ার চেষ্টা করলে আমি সহ আমার পরিবার খবর পেয়ে আসলে বাধা দিলে তারা বাধা না শুনে আলমগীর ভুঁইয়া ও ইব্রাহিম ভুঁইয়া এর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে আমাদের উপর রড দাও ছেনা লাঠিসোঁটা দিয়ে অতর্কিত ভাবে হামলা করে। এতে ৫ জন গুরুতর আহত হয় এর মধ্যে একজন মহিলা সহ সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই এতে মেহেদী ভুঁইয়া গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং আশেপাশের লোকজন ছুটে আসলে তাদেরকে ও ভয়ভীতি দেখান। আমাদের কে বিভিন্ন হুমকি দামকি দিয়ে আসত এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ বিষয়ে মকবুল ভুঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। তিনি আরো বলেন, এ বিষয়ে প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করি এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় হোক।