ভোলা ১ আসনে নৌকার বইঠা হাতে নিলেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
মো. সাইফুল ইসলাম#ভোলা: সারাদেশে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া।আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে জাতীয় সংসদ নির্বাচন।আসন্ন জাতীয় সংসদ নির্বচনে মনোনীত প্রার্থীদের চিঠি দিয়ছে আওয়ামী লীগ।গত রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ করছেন। আর নৌকার প্রতিক থেকে মনোনয়ন পেলেন ভোলা ১ আসনের এমপি ও বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ।এবার নিয়ে টানা ৩ বারের মত মনোনয়ন পেয়েছেন তিনি।প্রথমবার মনোনয়ন পেলেও তখন বিজয়ী হয়ে ছিলেন বি এনপির ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ। এবারেও তিনি বিএনপির হয়ে প্রতিদন্দিতা করবেন।তোফায়েল আহমেদ পরের ২য় বার তিনি নির্বাচিত হয়ে বাংলাদেশের বানিজ্য মন্ত্রী পদে নিযুক্ত হন। এবারো তিনি আওয়ামী লিগ এর মনোনয়ন পত্র পেয়ছেন।গত ৫ বছরে তিনি ভোলা জেলার অনেক উন্নয়ন করেছেন। তিনি এবারে ও চান ভোলাবাসী তাকে নির্বাচিত করে ভোলার উন্নয়ন সাধিত করুক।ভোলাবাসী জানান যিনি এলার উন্নয়ন ঘটাবেন,নদী ভাঙন,রাস্তা সংস্কার সহ উন্নয়নমূলক কাজ করবেন তাকেই তারা নেতা হিসেবে বেছে নিবেন।