-
- সকাল বিডি ২৪ ডটকম ঃ
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ অক্টোবর) শনিবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
নরসিংদী জেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে বিভিন্ন উপজেলায় কর্মরত রিপ্রেজন্টেটিভরা বক্তব্য রাখেন।
এসময় নরসিংদী জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ কাউছার ভূঁইয়া বলেন, অধিকার ও দাবি আদায়ে আমরা সবাই এক সাথে আছি।
আমাদের দাবিসমূহ হল
১ : সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭তম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন।
২ : চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রননয়ন।
৩ : বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি এ/ ডি,এ ও অন্যান্য ভাতাদি প্রদান।
৪ : বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্ট এ্যাসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান। ৫ : সাপ্তাহিক ছুটি সহকারে সকল জাতীয় ছুটিভোগের বিধান।
এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা ফারিয়া সিনিয়র সহ-সভাপতি মোজামেল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু, ফারিয়ার সদস্য ওয়াজেদ, নূর মোহাম্মদ প্রমুখ।