কেএনজিসি প্রতিনিধি ঃ
কবি নজরুল সরকারি কলেজের ছাত্র মোঃ জাহিদুল ইসলামের লিখা বই “ভিনদেশি তারা” প্রকাশ পাচ্ছে একুশে বইমেলা ২০২০ এর আলোকায়ন প্রকাশনিতে।
একটি ভাষা। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ। এই সব কিছুর পিছনে রয়েছে ছাত্রদের ছোঁয়া। ভাষা আন্দোলনে বাংলা ভাষার মান রক্ষার্তে জীবন দিয়েছে ছাত্রসমাজ,করেছে মিছিল। প্রতিবাদী স্লোগানে মুখর করেছে বাংলার মাঠ-ঘাট, রাজপথ। ছিনিয়ে এনেছে বিজয়। যখনই হায়নার চোখ পড়ছে তখনই রুখে দিয়েছে ছাত্র সমাজ।
স্বাধীনতার ৪৮ বছর দাঁড়িয়েই এখনো স্বাধীন শ্বাস নিতে সংকোচ থাকে জনগন। মুখোশধারী রাজাকার চুষে নিচ্ছে সাধারণ মানুষের রক্ত। ধনীরা হচ্ছে আরো ধনী, গরীবরা কাটাচ্ছে অনাহারে দিন। দ্রব্যের মূল্য বৃদ্ধি, কৃষকের শ্রমের মুল্য কম। এমন অবস্থায় আবার জেগেছে ছাত্র সমাজ। আবারো স্লোগান ডাকে রাজপথে। প্রতিবাদের কন্ঠ ছড়িয়ে দেয় পুরো দেশে। দেশের এই সংকটময়ে প্রতিবাদী কন্ঠ তুলতে গিয়ে বার বার হামলার শিকার হয়েছে ছাত্ররা। এমন এক আন্দোলনে সামিল ছিলেন লেখক মোঃজাহিদুল ইসলাম। ১৪ বছর ছাত্র আন্দোলনে প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে। ২০০৮ সাল থেকে লেখা লেখি শুরু করেন। এই প্রথম প্রকাশ পেতে যাচ্ছে তার লিখা প্রথম বই “ভিনদেশি তারা”। লেখক এই বইটিতে তুলে ধরেছেন লেখকের ১৪ বছরের ছাত্র আন্দোলনের ঘটে যাওয়া ইতিহাস, কিছু মজার গল্প এবং কবিতা।
“ভিনদেশি তারা” বইটি পাওয়া যাবে একুশে বইমেলা ২০২০ এ সোহরাওয়ার্দী উদ্যানে আলোকায়ন প্রকাশনীতে, স্টল নংঃ৫৬৬।