ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালামের হস্তক্ষেপে অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙ্গনের হাত থেকে রক্ষা

নিজস্ব প্রতিনিধিঃ ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের বাশিল গ্রামে ব্রিজের মুখ বাঁধ দিয়ে কতিপয় দুষ্কৃতকারীরা মাছ চাষের ব্যবস্থা করছিল । ভুক্তভোগীদের ভাষ্যমতে শিহাব আমিন (চেয়ারম্যান ভালুকা ইউনিয়ন) নিজে মাছ চাষের জন্য ব্রিজের মুখ ইট দিয়ে পাকা করে বন্ধ করে দেয় ফলে উজানে ফসলি জমি পানির নিচে চলে যাবে এবং পানির কারণে বসতভিটা ভেঙে যাবে।এমতাবস্থায় ভুক্তভোগীরা উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। আবুল কলাম (উপজেলা চেয়ারম্যান) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সরকারি ব্রিজের সামনে বাঁধ দেয়া বেআইনি তাই প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা বলছে তাদের জমি মাছ চাষের জন্য ব্যবহার করা হলেও তাদের ক্ষতিপূরণ না দিয়ে উল্টো নিজেদের জমি বাঁধ দিতে বলেন শিহাবের অনুসারীরা। স্থানীয়দের প্রশ্ন ব্রিজ যদি ইট দিয়ে বন্ধ করে দেয় তাহলে ব্রিজ স্থাপনের উপকারিতা কি? তারা বলছে জনপ্রতিনিধি এমনটা করা সুশাসনের জন্য অশনিসংকেত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!