নিজস্ব প্রতিবেদক:
‘সিঙ্গেলই মঙ্গল,সিঙ্গেলই শান্তি’ এই স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি গঠন করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সিঙ্গেল এসোসিয়েশন।বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিঙ্গেল এসোসিয়েশনের সদস্যদের সর্বসম্মতিক্রমে তরুণ বিশ্বাসকে সভাপতি এবং কাওসার মৃধা শ্রাবনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন ইমরান হোসেন বাবু,আব্দুর রহমান সাহেদ,আনোয়ার হোসেন,শেখ রিফাত,মামুন মিয়া ও তৌহিদ জুয়েল।কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন বেলায়েত হোসেন সাগর,টিটব খাঁন,ইয়াসিন আরাফাত স্বপন ও শেখ শাওন।
কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি শাহাবউদ্দিন, রিফাত আলম মোল্লা,মোস্তাফিজুর রহমান সাকিব,আজাদ মিয়া,হোসাইন সরকার,শিপন আহম্মেদ,শাহরিয়ার শাওন,মো: জামিল,রাজিব বারৈ,তুষার,সাগর(পাবনা),নাঈম বেপারী, সাখাওয়াত হোসেন,ফিরোজ শাহিন ও আলিরাজ।যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস বাপ্পি রিয়াদ,হৃদয় মিয়া,হাফিজ সাফি,সাইফুর রহমান মৃধা,খান জুয়েল,রাব্বি মিয়াজি,আহম্মেদ নাঈম,মো: মাসুম ও প্রশান্ত।সাংগঠনিক সম্পাদক নাজিম চৌধুরী সুমন,আব্দুল ওহাব,মেহেদী হাসান রিমন,মেহেদী হাসান রিফাত,কামরুল হাসান,সাজ্জাত হোসেন আকাশ,আদনান ফাহাদ,মিয়া মো: আরমান ও শেখ ফরিদ।সহ-সম্পাদক ইয়ামিন আহম্মেদ সাজিল,ওমর ফারুক,আব্দুল আল নাসির,সাইফুল ইসলাম,শাহিন,হজরত আলী ইমন ও ফাহিম।দপ্তর সম্পাদক মোহাম্মদ তুষার,প্রচার সম্পাদক আশিকুর রহমান ভূঁইয়া,অর্থ সম্পাদক কে এম হাসান আলী,আইন সম্পাদক তন্ময়, তদন্ত বিষয়ক সম্পাদক বিশাল সিদ্দিকি বিশু,কাপল র্যাগিং বিষয়ক সম্পাদক এম এইচ সিফাত,চিপাচাপা নিয়ন্ত্রক বিষয়ক সম্পাদক নোবেল খান,ক্রাশ দমন বিষয়ক সম্পাদক সৈকত কুমার পাঠক,জাস্ট ফ্রেন্ড বিষয়ক সম্পাদক শুভ ঘোষ,ফ্ল্যাটিং বিষয়ক সম্পাদক আশরাফ পাটওয়ারী, ভিডিও মটিভিশন বিষয়ক সম্পাদক জুয়েল রানা স্যাম,ডাফরিন নিয়ন্ত্রক বিষয়ক সম্পাদক রাফিউস সাকলাইন,পার্ক নিয়ন্ত্রক বিষয়ক সম্পাদক আবু তালিব।এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান,শাওন,রবিউল,সাকিব,আশিক (পাবনা),রাজু,আজিজুল,মির্জা আরিফ ও আরিয়ান।
নবগঠিত কমিটির সভাপতি তরুণ বিশ্বাস বলেন, আমরা একটি প্রেমসাম্যের, প্রতারক নারী বর্জিত সমাজের স্বপ্ন দেখি! যেখানে সবাই সমান প্রেম পাবে। কেউ প্রতারিত হবে না। আমরা মিথ্যা প্রলোভনে গা ভাসাতে চাই না। আমরা প্যারামুক্ত জীবনযাপন করতে চাই। এই কমিটি সিঙ্গেলদের যেকোন দাবি আদায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।
সাধারণ সম্পাদক কাওসার মৃধা শ্রাবন বলেন, কবি নজরুল সরকারি কলেজের সকল সিঙ্গেলদের দাবি আদায়ে কাজ করবে এই সিঙ্গেল এসোসিয়েশন । কোনো সদস্য যদি ক্যাম্পাসের কোনো নারীর দ্বারা হামলার স্বীকার হয় তাহলে ঐ নারীর বিরুদ্ধে সিঙ্গেল এসোসিয়েশনের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে লড়বে।
নতুন কমিটির উপদেষ্টা বেলায়েত হোসেন সাগর বলেন,একটি ছেলে চার-পাঁচটি মেয়ের সাথে প্রেম করে,এতে করে প্রেমের সঠিক বন্টন হচ্ছেনা।আমরা একটি প্রতারক-প্রেমবর্জিত সমাজের স্বপ্ন দেখি! যেখানে সবাই সমান প্রেম পাবে। কেউ প্রতারিত হবে না।