সোনারগাঁয়ে বাল্যবিবাহ বন্ধ করল উপজেলা প্রশাসন

সোনারগাঁয়ে বাল্যবিবাহ বন্ধ করল উপজেলা প্রশাসন

সোনারগাঁ প্রতিনিধিঃ

সোনারগাঁ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল সাদিয়া (ছদ্মনাম) অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রী।

শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলামের হস্তক্ষেপে এ বাল্য বিবাহ বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশেটেকী এলাকায় বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিয়ে বন্ধ করি। পরে স্কুল ছাত্রীর বাবা মায়ের কাছে, বাল্যবিবাহ নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহের কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি।এবিষয়ে বুঝিয়ে বাল্যবিবাহ দিবে না শর্তে এবং মেয়ের লেখাপড়া চালিয়ে নিতে পরামর্শ দেয়া এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!