কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে মামলা না তুলে নেয়ায় মামলার বাদীকে গাড়ি চাপা দিয়ে গুরুত্বর আহত করার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি উপজেলার শ্রীফলতলী এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম(৩২)।
সূত্রে জানাযায় শ্রীফলতলী গ্রামের সাইফুল ইসলাম তার বাড়ীতে ঘর নির্মাণ করতে গেলে তাদের প্রতিবেশী ওয়াজ উদ্দিন নামের এক ব্যক্তি ও তাদের দলবল সেখানে বাধা দেয়। পরে সাইফুল আদালতে একটি সি আর মামলা দায়ের করেন। ওই জের ধরে ওয়াজ উদ্দিন ও তার দুই পুত্র রোকন(৩৫) ও খোকন(৩২)সহ অন্যান্যরা মিলে পরের দিন সকালে সাইফুলের বাড়ী গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। মামলা তুলে না নিলে খুন করবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়। ওই দিন সন্ধ্যায় সাইফুল ও তার স্ত্রী রাশিদা কালিয়াকৈর বাজারে যাবার পথে ওয়াজ উদ্দিন গং তাদের মোটরসাইকেল দিয়ে পিছন থেকে চাপা দেয়। এ ঘটনায় সাইফুল ছিটকে রাস্তার পাশে পড়ে গেলেও তার স্ত্রী রাশিদা গুরুত্বর আহত হন। পরে তাকে তাৎক্ষণিক ভাবে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
পরে এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করে সাইফুল। অভিযোগের তদন্তকারী এস.আই মুক্তি মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।