চীফ রিপোর্টার: আশরাফুল সিকদার
বাংলাদেশের ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি
হাজী মোঃ আজহারুল ইসলাম। তিনি বলেন: করোনা ভাইরাস এর কারনে এই বছর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারিনি। ২৬ শে মার্চ আমাকে বার বার স্বরন করিয়ে দিচ্ছে আজ মহান স্বাধীনতা দিবস, গত দিবসে আমাদের কার্যক্রমের সৃতি গুলো মনে নাড়া দিচ্ছে, যা করোনা ভাইরাসের কারনে এবছর স্থগিত করতে হয়েছে। তবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও তার পরিবারের সকলকে।
শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে
শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের প্রতি । তিনি বর্তমানে বিশ্বের মহামারী শৃষ্টিকারী করোনা ভাইরাস সম্পর্কে বাংলাদেশের সকল শ্রেনী ও পেশার মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করতে বলেন। বিদেশ থেকে আসা পরিবারের সদস্যকে হোম কোয়ারেন্টাইনে ১৪দিন (বাধ্যতামূলক) রাখার অনুরোধও জানান তিনি। তার মুখ থেকে একটি স্লোগান উঠে আসে: করোনা কে করো না ভয়, সচেতনতায় করবে জয়। সর্বশেষ তিনি “সকাল বিডি২৪ ডটকম” পরিবার এবং পাঠকদের উদ্দেশ্যে বলেন: সকাল বিডি ২৪ সকল পাঠকদের প্রতি রহিল মুজিবীয় শুভেচ্ছা। এবং করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে সচেতন মূলক নিউজ জাতিকে জাগ্রত করেছে। আমরাও আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।