মাহদিউল হক, ঢাকাঃ গত ৫ই অক্টোবর গানের কবি প্রাণের কবি নজরুল -সংগঠনের আত্নপ্রকাশ ও নজরুল বিষয়ক ছড়া-কবিতা সংকলন “আমাদের হ্নদয়ের পরিসর” এর প্রকাশনা উৎসব কবি ফরিদ সাইদের সভাপতিত্বে ও কবি মানসুর মুজাম্মিলের উপস্থাপনায় মানিক মিয়া ফাউন্ডেশন মিলনায়তন, ইত্তেফাক ভবনে অনুষ্ঠিত হয়।
[ads1]
এতে প্রধান অতিথি ছিলেন কবি গবেষক ও সাংবাদিক আবদুল মুকীত চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সাঈদ আহমদ খান, মীর শামসুল আলম বাবু, কবি ফরিদুল হক রেন্টু, কবি রানা জামান,কবি আলম শামস, ও গল্পকার শেখ গোলাম আকবর।
নজরুল বিষয়ক আলোচনা,গান ও নজরুলকে নিবেদিত লেখা পাঠ করেন ফারিন খান, কবি গোলাম নবী পান্না, কবি প্রিন্স এ ওয়াকী, কবি আব্দুর রাজ্জাক শেখ, মুহাম্মাদ ফায়েজ, কবি খান কাওসার, কবি নুরুল হক ফরিদ, কবি গোপাল মজুমদার, তানজীমা আক্তার, নুরুন নাহার, নাসফিয়া হোসাইন, কবি মোস্তফা কামাল, কবি গোলাম মোস্তফা তাপস, কবি জাফর পাঠান, কবি তাহমিনা বেগম, কবি আবুল কালাম চৌধুরী, কবি আনোয়ারুল হক নূরী, কবি মুর্শিদা হক, কবি অশোক বিশ্বাস,কবি শশী ইয়াসমিন, সেলিম আহমেদ, তানভীর সারোয়র, কবি সাঈদ জোবায়ের, ডাঃ মুক্তাদির, কবি মিয়াজান কবির, আসাদুল্লাহ খান, কবি গাজী মোঃ আবু সাঈদ, কবি মোঃ সেলিম খান, কবি আমজাদ হোসেন, কবি বান্দা হাফিজ, কবি এমদাদুল হক বাবু, কবি রুহুল মুন্সি, কবি হাবিব রেজা আহমেদ, কবি মোঃ নজরুল ইসলাম, কবি শেখ নাসির, আবৃত্তিশিল্পী রোখসানা ঈমাম, কবি তসাদ্দক হোসেন টুলু,কবি ময়েজ মোহাম্মদ, কবি মতিয়ারা চৌধুরী মিনু প্রমুখ।
[ads2]