করোনা মোকাবেলায় গণসচেতনতা বৃদ্ধি ও নিম্ন আয়ের ও প্রতিবন্ধী মানুষের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে নগদ অর্থ বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জহিরুল ইসলাম খোকন।
আজ (২৮ই মার্চ) শনিবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সনমান্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও রাস্তায় ঘুরে ঘুরে গনসচেতনতা করেন ও নগদ অর্থ বিতরন করেন।প্রতি জন কে নগদ ৫০০ টাকা করে প্রদান করেন।
তিন বলেন এই দূর সময়ে আমাদের সবার উচিত একে অপরের খোঁজ রাখা । এসময় কেউ যেন খাদ্যের সমস্যায় না ভোগে । করো সমস্যা হলে আমাকে বলবেন আমি সাধ্যমত চেষ্টা করব । তিনি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর পক্ষ থেকে মাস্ক্ হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করেন।