করোনা ভাইরাসের র্পাদুভাবে সনমান্দী ইউনিয়ন এর দুস্থ-অসহায় , দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের জন্য সেচ্ছাসেবী সংগঠন সনমান্দী জনকল্যাণ সংস্থা অর্ধ’শতাধীক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ।
সোমবার দুপুরে সনমান্দী ইউনিয়ন এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু,সাবান, খাবার স্যালাইন ,স্যাভলন, মাস্ক ও হ্যান্ড গ্লাভস।
এসময় উপস্থিত ছিলেন, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক মোঃহাসানুজ্জামান কিরন,উপ সমন্বয়ক পলাশ শিকদার, আইটি ও মিডিয়া সমন্বয়ক সাংবাদিক মিমরাজ হোসেন রাহুল,প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ, ১নং ওয়েলকাম মনিটর আবু কাউসার আহমেদ, ইমরান,মাসুৃ আহমেদ জয়,শাহাদাত, হাফেজ সোহান প্রমূখ।
উপসমন্বয়ক পলাশ শিকদার বলেন-সনমান্দী জনকল্যাণ সংস্হার পক্ষে থেকে আমরা ৫০ টি নিম্ন আয়ের পরিবারে মাঝে ত্রান সামগ্রী বিতরণ করছি আজ।আমরা বিত্তবানদের বলতাছে আপনার আশেপাশে সবাই খবর রাখবেন। কেউ যেন না খেয়ে থাকে।যদি না খেয়ে থাকে তাহলে আমাদের জানাবেন আমরা আমাদের সংস্থার মাধ্যমে চেষ্টা করব সহায়তা করার।