ফয়সাল আহমেদঃ
সোনারগাঁ প্রতিনিধি,
সোনারগাঁওয়ে বিভিন্ন এলাকায় চলছে সামাজিক লকডাউন। সেই দিক লক্ষ্য করে সনমান্দী ইউনিয়ন এর পশ্চিম সনমান্দী এলাকাবাসী ও তাদের এলাকা সামাজিক লকডাউন ঘোষনা করে।
দেশের এই পরিস্থিতিতে সরকার কর্তৃক নিয়ম অনুযায়ী, একসঙ্গে জমায়েত করা নিষেধ।করোনা ভাইরাসের সংক্রমণ থেকে লক ডাউনের ঘোষণা থাকা সত্ত্বেও সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের আমিন মার্কেটে দেখা যায় সকাল সন্ধায় মানুষের ভীর এলাকায় দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্য চালানো হচ্ছে। প্রতিটা চা র দোকানে বসছে জমজমাট আড্ডা।এলাকায় লক ডাউন চলাকালিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করা হচ্ছে। এতে করোনা ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন বার বার নিয়মিত মাইকিং করে দোকানপাট বন্ধ রাখা, একাধিক মানুষ একত্রিত হয়ে গণ জমায়েত করাসহ নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেয়া হলেও সেগুলো কেউই মানছে না। এতে এই এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়টি মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
এই এলাকায় বিভিন্ন এলাকা থেকে জনগণ এসে ভিড় জমাচ্ছে।
এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে এখনো যদি আমাদের এলাকায় এমন জনসমাগম হয় তাহলে হয়তো আমাদের এলাকার কেওই করোনা ভাইরাস থেকে রক্ষা পাবে না।